আটসাট পোষাক পরা মেয়েদের টিজিং করলে অপরাধ হবে কেন?

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৪ জুন, ২০১৩, ০২:৪২:২৫ দুপুর

রাসুল (সঃ) বলেছেন, ঐ পুরুষ বেহেস্তে যাবে না, যে নারী পোষাক পরিধান করে, আর ঐ নারী বেহেস্তে প্রবেশ করবে না যে পুরুষের পোষাক পরিধান করে।

বর্তমানে দেশের গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত সব জায়গায় দেখা যায়, টিন এজ মেয়ে ও কলেজ পড়ুয়া মেয়েরা শার্ট ও পেন্ট পরে চলাফেরা করে। পর্দা করা শালীন পোষাক পরা তাদের দৃষ্টিতে মধ্যযুগীয় কালচার। দেশ এগোচ্ছে শালীন পোষাক পরে মধ্যযুগে ফিরবে কেন তারা। (দেশ কোন দিকে এগুচ্ছে আমরা সবাই জানি) এফটিজিং সরকার নিষিদ্ধ করেছে, টিজিং কেন হয় তার কারন নিষিদ্ধ করেনি। উঠতি বয়সি মেয়েরা যদি আটসাট শাট পেন্ট ও পোষাক পড়ে রাস্তায় চলাফেরা করে। তরুণরা তাদের দিকে কেন তাকাবে না? সুন্দরের দিকে বৃদ্ধ,পৌড় যুবকের লুলোভ দৃষ্টি অজান্তে যায়। ফ্যাশন শোতে নারীদের আকর্ষিণ পোষাক পরিয়ে কাষ্টমারদের আকর্ষণ করে। সেখানে মেয়েদের ও পোষাকের সৌন্দর্য বিশ্লেষণ করা হয়। সে বিশ্লেষণ কখনো টিজের পর্যয়ে পড়ে না, কেন!? আবার সেই ফ্যাশন শোর পোষাক পড়ে যখন কোন মেয়ে রাস্তায় বের হয় কোন যুবক তার ভাষায় বিশ্লেষণ করে তখন সেটি ইপটিজিং হয়। কেন? গত কয়েকদিন আগে ইটিভিতে একটি ফ্যাশন শোর দিকে আমার দৃষ্টি আকর্ষিত হয়, যেখানে পশ্চিমা সংস্কৃতির পোষাক বিশেষ করে অস্কারে যে সমস্ত পোষাক নায়িকারা পরে মঞ্চে উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে সে ধরনের পোষাক পদর্শিত হচ্ছে। চিন্তা করলাম এ ধরণের পোষাক যদি আমাদের দেশের ময়েরা পরে রাস্তায় বা কোন অনুষ্ঠাধিতে বের হয়, তাহলেতো ছেলেরা টিজিং না করে ডাইক্টে ধর্ষন করবে। পশ্চিমা দেশে চলে কারন ঐ দেশগুলো অপেন সেক্সের দেশ । যাকে ভাললাগে তার সাথে শোয়। ধর্ষনের প্রশ্নই আসে না। বিপত্তি ঘরে বাংলাদেশে । কারণ এদেশ নাতো ওপেন নাতো ক্লোজ। মধ্যখানে ইচ্ছেতে হলে শ্রেফ সমাজে দুষি, তবে মুখ কেউ খুলবে না , না সরকার না সাধারণ মানুষ। আর জোর করে করলে ধর্ষন শান্তি যাবত জীবন। বিষয়টি এমন হল, শিশু মা তার বাচ্চাকে ললিপব দিবে বলে ডাকে, শিশু কাছে গেলে ফাঁকি। শিশু জোর করে কেড়ে নিলে, কষে একটা চড়ের শান্তি। অপরাধটি কার মায়ের না শিশুর? মা-বাবা মেয়েদের আটসাট কাপড় পরিয়ে রাস্তায়, আচার অনুষ্ঠানে নিয়ে যাবে আর যুবকেরা তার প্রশসংসা (টিজ) করলে মহা শাস্তি। এ কোন ধরনের বিচার! আমাদের দেশে যে শব্দগুলো টিজিং এর শব্দ বলে ধরে নেয়া হয় তা কিন্তু পশ্চিমা দেশগুলোতে রূপের প্রশংসা বাচক শব্দ। যেমন- সেক্সি, হট ইত্যাদি।

এখানে লিখতে বসেছি, ভারতের চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ এর মৃত্যু ও একজন পুরুষ হয়ে শরীরে নারী হরমন পুশ করে নারীসত্তা দৈহিক ভাবে আরও জাগিয়ে তুলা সম্পর্কে। কিন্তু লিখা অন্য জায়গায় চলে গিয়েছে। পরে লেখার আশা রাখছি

বিষয়: বিবিধ

১৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File